দেশ জুড়ে আজ জাতীয় কৃষক দিবস উদযাপন করা হচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং-এর জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি দেশের অগ্রগতি ও উন্নয়নে কৃষকদের অবদানকে সম্মান জানানোর জন্য পালন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন চরণ সিং এর জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, চৌধুরী চরণ সিং কৃষকদের সমৃদ্ধি এবং কৃষি ব্যবস্থা অগ্রগতির জন্য তার গোটা জীবন উৎসর্গ করেছিলেন। দেশ গঠনে তার অবদান মানুষ কখনো ভুলবে না। কৃষকদের কল্যাণে এবং গ্রামীণ সমস্যা সমাধানে তিনি আজীবন কাজ করে গেছেন। দেশের কৃষকদের অবিচল নিষ্ঠাকে সম্মান জানাতে এবং জাতির অগ্রগতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দিতে এই দিনটি স্মরণ করা হয়। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান, চৌধুরী চরণ সিং-এর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করে বলেন, শ্রী সিং তাঁর তার গোটা জীবন কৃষকদের কল্যাণে উৎসর্গ করেছেন এবং আত্মনির্ভর ভারত গড়ে তুলতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।
জাতীয় কৃষক দিবস উপলক্ষে, উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী দেশের অন্নদাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একটি সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, তাঁদের অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠা দেশকে খাদ্যে সমৃদ্ধই করে না দেশের আত্মাকেও শক্তিশালী করে।
তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে সরকার তাদের আর্থ সামাজিক উন্নয়নে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী কৃষাণ মান ধান যোজনা উল্লেখযোগ্য।