January 23, 2026 9:39 PM

printer

দেশ জুড়ে আগামী ২৭ জানুয়ারি ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছ ব্যাংক কর্মচারীদের ৯টি সংগঠনের যৌথ মঞ্চ UFBU।

প্রতি শনিবার ছুটি, সপ্তাহে পাঁচদিন কাজ সহ বিভিন্ন দাবিতে ব্যাঙ্ক কর্মচারীদের ৯টি সংগঠন আগামী মঙ্গলবার ২৭-শে জানুয়ারী দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটে সামিল হচ্ছেন। টানা দু-দিন ত্রিপাক্ষিক বৈঠকে কোন সমাধান সূত্র না মেলায় ধর্মঘটের সিদ্ধান্তে তারা অনড় বলে ৯-টি সংগঠনের যৌথ মঞ্চ UFBU-এর পক্ষ থেকে জানানো হয়েছে। মঞ্চে রাজ্য আহ্বায়ক সুদীপ দত্ত বলেছেন, সমাধান সূত্র না মেলায় তারা ওই দিন ধর্মঘট চালিয়ে যাবেন।

উল্লেখ্য, সমাধান সূত্র বের করতে গতকালও মুখ্য লেবার কমিশনের পক্ষ থেকে নতুন দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।