August 16, 2025 4:53 PM

printer

দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সপ্তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে

দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সপ্তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে।  ২০১৮ সালের এই দিনে বিজেপির এই বীর নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। অটল বিহারী বাজপেয়ী তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় রাজধানীতে সদৈব অটল স্মৃতিসৌধে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী X-হ্যান্ডেলে বলেন দেশের সার্বিক উন্নয়নে তার ঐকান্তিক প্রচেষ্টা বিকশিত ভারত গঠনে অনুপ্রেরণা যোগায়।  কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, জেপি নাড্ডা, কিরেন রিজিজু, গজেন্দ্র সিং শেখাওয়াত, লোকসভার স্পিকার ওম বিড়লা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।