December 6, 2025 11:55 AM

printer

দেশে বিমান পরিষেবা নিয়ে অচলাবস্থার জেরে ব্যাপক চাহিদা সামাল দিতে ভারতীয় রেল যাত্রীদের নির্বিঘ্নে ভ্রমণ এবং পর্যাপ্ত থাকার ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য বেশ কিছু ব্যবস্থা নিয়েছে।

দেশে বিমান পরিষেবা নিয়ে অচলাবস্থার জেরে ব্যাপক চাহিদা সামাল দিতে ভারতীয় রেল যাত্রীদের নির্বিঘ্নে ভ্রমণ এবং পর্যাপ্ত থাকার ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। এ-জন্য, মোট ৩৭টি ট্রেনে ১১৬টি অতিরিক্ত কোচ সংযুক্ত করা হয়েছে। যে-সব রুটে টিকিটের চাহিদা বেশি, সেখানে ট্রেনে অতিরিক্ত চেয়ার কার এবং স্লিপার ক্লাস কোচ চালু করা হয়েছে। নতুন এই ব্যবস্থাপনা আজ থেকেই কার্যকর হবে।

উত্তর রেলওয়ে আটটি ট্রেনে থ্রি-টায়ার এসি এবং চেয়ার কার কোচ যুক্ত করেছে। অন্যদিকে, পশ্চিম রেলওয়ে বেশ কিছু ট্রেনে অতিরিক্ত থ্রি-টায়ার এসি এবং টু-টায়ার এসি কোচ যুক্ত করেছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে আগামীকাল থেকে চলতি মাসের ১৩ তারিখ পর্যন্ত আটটি ট্রেনে থ্রি-টায়ার এসি এবং স্লিপার কোচ যুক্ত করেছে, একইসঙ্গে নতুন দুটি ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে।