দেশে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়লেও সাধারণ গৃহস্থের রান্নার গ্যাসের ক্ষেত্রে দামের কোনও পরিবর্তন হচ্ছে না বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক স্পষ্ট জানিয়েছে। সম্প্রতি, কয়েকটি রাজ্যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১১১ টাকা ক’রে বেড়ে গেছে বলে কয়েকটি সংবাদ প্রতিবেদনে জানানো হয়েছিল। সেই প্রেক্ষিতেই মন্ত্রক গতকাল এ-কথা জানিয়ে বলেছে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য, বাজার এবং আন্তর্জাতিক সূচকের ওপর নির্ভর ক’রে ওঠা-নামা করে। এই বর্ধিত মূল্য, বিশ্ব বাজারে এল পি জি সিলিন্ডার এবং সংশ্লিষ্ট আরও কিছু দ্রব্যের দামের ওপর প্রভাব ফেলেছে।
এদিকে, দিল্লিতে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস যোজনার অন্তর্ভুক্ত গ্রাহকরা ১৪ দশমিক ২ কেজি রান্নার গ্যাস ৫৫৩ টাকায় পাচ্ছেন। ২০২৩ সালের আগস্ট মাসের ৯০৩ টাকার পরিবর্তে, এই মূল্য ৩৯ শতাংশ কম। এই প্রকল্পের আওতাধীন নন, এমন গ্রাহকদেরও স্বার্থসুরক্ষায় গৃহস্থের গ্যাস সিলিন্ডার বাজারের নির্ধারিত ৯৫০ টাকার পরিবর্তে ৮৫৩ টাকায় পাওয়া যাচ্ছে।
এই পদক্ষেপ পরিবেশবান্ধব জ্বালানির সুস্থায়ী প্রয়োগ সুনিশ্চিত করতে সরকারের ঐকান্তিক প্রচেষ্টাকেই সূচিত করে বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে। এখন এই মূল্যে কোনও পরিবর্তন হবে না বলেও জোর দিয়ে জানানো হয়েছে।