দেশে বর্তমানে আকাশবাণীর ৫৮৫ এবং বেসরকারী ৩৮৮-টি এফ এম রেডিও স্টেশন চালু রয়েছে বলে সরকার জানিয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান গতকাল লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে একথা জানান। পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, গত বছর আগস্টে সরকার ২৩৬-টি নতুন শহরে ৭৩০-টি বে-সরকারী এফ এম চ্যানেল ই-নিলামের অনুমোদন দেয়।
Site Admin | July 31, 2025 8:49 AM
দেশে বর্তমানে আকাশবাণীর ৫৮৫ এবং বেসরকারী ৩৮৮-টি এফ এম রেডিও স্টেশন চালু রয়েছে বলে সরকার জানিয়েছে।
