দেশে প্রাকৃতিক বিপর্যয়ের সময় যারা ত্রাণ ও উদ্ধারকাজে জড়িত থাকেন, তাদের অদম্য সাহসের প্রশংসা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, চলতি বছরের বর্ষায় যতবারই তিনি প্রাকৃতিক বিপর্যয়ের খবর পেয়েছেন, প্রতিবারই অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পাহাড়ে মেঘভাঙা বৃষ্টি এবং সমতলে বন্যার কারণে উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, অসম সহ দেশের বিভিন্ন অংশে অনেকের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও বিপুল। সারা দেশ এই বিপর্যয়ে আক্রন্তদের দুঃখ ভাগ করে নিয়ে বিপদের সময় তাদের পাশে রয়েছে। একইভাবে সকলে মিলে এই কঠিন সময়ে পেরিয়ে আসবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রপতি।
Site Admin | September 5, 2025 4:29 PM
দেশে প্রাকৃতিক বিপর্যয়ের সময় যারা ত্রাণ ও উদ্ধারকাজে জড়িত থাকেন, তাদের অদম্য সাহসের প্রশংসা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
