দেশে খুচরো মুদ্রাস্ফীতির হার এবছর সেপ্টেম্বরে এক দশমিক পাঁচ চার শতাংশে নেমে এসেছে। গত ৮ বছরের মধ্যে যা সর্ব নিম্ন। এবছর আগস্টে এই হার ছিল ২ দশমিক শূন্য সাত শতাংশ। পরিসংখ্যান ও কর্মসূচী রূপায়ণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৭-র জুন মাসের পর এই খুচরো মুদ্রাস্ফীতির হার সর্বনিম্ন।
উল্লেখিত মাসে শাক্-সবজি-ফল-তেল-ডাল ও খাদ্য শস্যের দাম কমার ফলেই মুদ্রাস্ফীতি হারের এই নিম্নগতি।
Site Admin | October 13, 2025 10:32 PM
দেশে খুচরো মুদ্রাস্ফীতির হার এবছর সেপ্টেম্বরে এক দশমিক পাঁচ চার শতাংশে নেমে এসেছে।
