দেশে কৃষি-বনায়নকে উৎসাহ দিতে কেন্দ্রীয় সরকার কৃষিজমিতে গাছ কাটার একটি নতুন নীতি ঘোষণা করেছে। এর ফলে, একদিকে যেমন কৃষকদের আয় বৃদ্ধি পাবে, অন্যদিকে, বনাঞ্চলের বাইরেও গাছের সংখ্যা বাড়বে। এছাড়াও, দেশে জলবায়ু পরিবর্তনের সংকট নিরসন, কাঠ আমদানি কমানো এবং জমির সুস্থায়ী ব্যবহার এর ফলে নিশ্চিত করা সম্ভব হবে। প্যারিস চুক্তি অনুসারে ভারতের জলবায়ু পরিবর্তন লক্ষ্যমাত্রা পূরণেও নতুন নীতি সহায়ক হবে বলে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।
পরিবেশ মন্ত্রকের পক্ষ থেকে সব রাজ্যের মুখ্যসচিবদের কাছে পাঠানো এক চিঠিতে এই নীতির কথা জানানো হয়েছে। অনর্থক নিয়মের ফাঁসে কৃষকরা যাতে কৃষি-বনায়নের ক্ষেত্রে সমস্যায় না পড়েন, নতুন এই নীতিতে তার সুরাহা হবে বলে এই চিঠিতে জানানো হয়েছে। ২০১৬ সালে কাঠভিত্তিক শিল্প সংক্রান্ত নীতি-নিয়ম অনুসারে রাজ্য পর্যায়ের যে কমিটি গড়া হয়েছিল, তারাই নতুন নীতি রূপায়ণে উদ্যোগ গ্রহণ করবে। কমিটিতে রাজস্ব এবং কৃষি দফতরের প্রতিনিধিদেরও রাখা হবে।