July 29, 2024 9:30 PM

printer

দেশে এখনও পর্যন্ত প্রায় ১১ কোটি ৭৮ লক্ষ অতিরিক্ত গ্রামীণ পরিবারকে নলবাহিত জলের সংযোগ দেওয়া হয়েছে।

দেশে এখনও পর্যন্ত প্রায় ১১ কোটি ৭৮ লক্ষ অতিরিক্ত গ্রামীণ পরিবারকে নলবাহিত জলের সংযোগ দেওয়া হয়েছে। রাজ্যসভায় এক উত্তরে জলশক্তি প্রতিমন্ত্রী ভি সোমান্না জানিয়েছেনচলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত দেশের ৫ লক্ষেরও বেশি গ্রামের ১৫ কোটিরও বেশি পরিবার নলবাহিত জলের সংযোগ পেয়েছে। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।