দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে অন্তর্বর্তী সরকার-কে দায়ী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- BNP । তাদের দাবী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা এবং নিষ্ক্রীয়তার কারণেই দেশে খুন, জখম, ডাকাতি এবং নির্যাতনের ঘটনা বেড়েছে। দলের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে।
আগামী ফেব্রুয়ারীতে আসন্ন সংসদীয় নির্বাচনের আগে ষড়যন্ত্র’ও করা হচ্ছে বলে তাদের অভিযোগ। গোপালগঞ্জে গতকাল ‘জুলাই অভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় নাগরিক দলের মিছিল চলাকালীন চারজনের হত্যার তীব্র নিন্দা করেছে BNP ।
উল্লেখ্য, গতকালের ওই ঘটনায় আহত হয়েছেন অন্ততঃ ২০ থেকে ২৫ জন। গতরাত থেকে বিভিন্ন এলাকায় জারি হয়েছে কারফিউ।