মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 18, 2025 9:32 PM

printer

দেশে অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্রীয় সরকার সবরকমের প্রয়াস চালাচ্ছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ মন্তব্য করেছেন।

দেশে অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্রীয় সরকার সবরকমের প্রয়াস চালাচ্ছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ মন্তব্য করেছেন। আজ একটি বেসরকারী টিভি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী শাহ্ বলেন, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ডে ভোট ব্যাঙ্কের জন্য বাংলাদেশী অনুপ্রবেশকারীদের স্বাগত জানানো হচ্ছে। পাশাপাশি ওই দুই রাজ্যে ভূ-প্রকৃতিগত কারণেও কাঁটা তারের বেড়া দেওয়া কিংবা ২৪ ঘণ্টা নজরদারি সম্ভব হয় না। এমন পরিস্হিতির সুযোগ নিয়ে, অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে পড়ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের সনাক্ত করার দায়িত্ব যে প্রশাসনের কাঁধে রয়েছে, তারা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না।

এছাড়াও অনেক ক্ষেত্রেই অনুপ্রবেশকারীদের ভূয়ো নথিপত্র তৈরি করে দেওয়ার কাজও রাজ্যগুলির শাসকদল করছে বলে অভিযোগ করেছেন শ্রী শাহ্। গুজরাট, রাজস্হান, অসমের মতো রাজ্যগুলিতে বিজেপি সরকার থাকার কারণে সেখানে অনুপ্রবেশ হয় না বলে মন্তব্য করেন তিনি।

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রোধে জনসাধারণের কাছে তৃণমূল কংগ্রেস সরকার পরিবর্তনের আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।