মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 20, 2025 9:03 PM

printer

দেশের ১০০টি পর্যটন কেন্দ্র ও ৫০টি বিখ্যাত সাংস্কৃতিক কেন্দ্রে আগামীকাল বিশ্ব যোগ দিবস উপলক্ষে যোগ ব্যায়ামের আয়োজন করা হবে

দেশের ১০০টি পর্যটন কেন্দ্র ও ৫০টি বিখ্যাত সাংস্কৃতিক কেন্দ্রে আগামীকাল বিশ্ব যোগ দিবস উপলক্ষে যোগ ব্যায়ামের আয়োজন করা হবে। ভারতের সমৃদ্ধশালী ঐতিহ্য ও ভালো থাকার জন্য পরম্পরাগত প্রক্রিয়াগুলি তুলে ধরার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। যোগ দিবসের এবারের মূল অনুষ্ঠানটি হবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং যোগ দেবেন। তার পাশাপাশি সংস্কৃতি মন্ত্রক এই অনুষ্ঠানগুলির আয়োজন করছে। মূল অনুষ্ঠানটির আয়োজক অবশ্য আয়ুশ মন্ত্রক। বিশাখাপত্তনমের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও উপমুখ্যমন্ত্রী পবন কল্যান। সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত রাজস্থানের যোধপুরের মেহরেনাগড় কেল্লায় যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন।

বিভিন্ন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কেন্দ্রেও যোগ দিবস পালন করা হবে। এর মধ্যে রয়েছে আসামের চরাইদেও ময়দাম, গুজরাটের রানি কি ভাব ও ধোলাভিরা, কর্নাটকের হাম্পি ও পাট্টাঢাকল, মধ্যপ্রদেশের সাঁচি ও খাজুরাহো, ওড়িশার কোনারক, মহারাষ্ট্রের এলিফান্টা গুহা, তামিলনাড়ুর তাঞ্জাভুরে বৃহদিশওয়াড়া মন্দির। এ ছাড়া বিশিষ্ট সাংস্কৃতিক কেন্দ্র যেমন, হায়দরাবাদের সালারজঙ মিউজিয়াম, গোলকোন্ডা দুর্গ, দিল্লির পুরনো কেল্লা, সফদরজঙ ও হুমায়ুন সৌধ, অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ, রাজস্থানের চিতোরগড় ও কুম্ভলগড় দুর্গ, লাদাখের লে প্রাসাদ, শ্রীনগরের পরীমহল, কেরলের বেকাল দুর্গ এবং পশ্চিমবঙ্গের হাজারদুয়ারি ও কোচবিহার রাজবাড়িতে বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠান হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।