দেশের সেমিকন্ডাক্টার ক্ষেত্রের দক্ষতা বিকাশে নকশা ভিত্তিক উৎসাহভাতা প্রকল্পের অধীনে সরকার ২৩ টি চিপ ডিজাইন প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরী চিপ এবং নজরদারি ক্যামেরা, এনার্জি মিটার, মাইক্রো প্রসেসার আই পি এবং নেটওয়ার্ক সংক্রান্ত কাজে সিস্টেম-অন-চিপ সলিউশনের জন্য এইসব প্রকল্পে সহায়তা দেওয়া হবে। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, ৭২টি কোম্পানী তাদের চিপ ডিজাইন প্রকল্পে সরকারিভাবে নাম নথিভুক্ত করেছে।
Site Admin | August 22, 2025 5:34 PM
দেশের সেমিকন্ডাক্টার ক্ষেত্রের দক্ষতা বিকাশে নকশা ভিত্তিক উৎসাহভাতা প্রকল্পের অধীনে সরকার ২৩ টি চিপ ডিজাইন প্রকল্পে ছাড়পত্র দিয়েছে।
