মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 21, 2024 5:12 PM

printer

দেশের সরকারি হাসপাতালে পরিষেবার মানের নিরিখে সব রাজ্যকে পিছনে ফেলে দেশের মধ্যে শীর্ষস্থান দখল করে নিয়েছে এই রাজ্য

দেশের সরকারি হাসপাতালে পরিষেবার মানের নিরিখে সব রাজ্যকে পিছনে ফেলে দেশের মধ্যে শীর্ষস্থান দখল করে নিয়েছে এই রাজ্য। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন ন্যাশনাল হেলথ সিস্টেম সেন্টারের সদ্য প্রকাশিত কোয়ালিটি অ্যাসিয়োরেন্স স্ট্যান্ডার্ডস-এনকিউএএস রিপোর্টে দেশের মধ্যে এ রাজ্যের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের সবচেয়ে বেশি সংখ্যক উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা মেলে বলে জানানো হয়েছে। এই নিরিখে মধ্যপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশকে টপকে এব্যাপারে সারা দেশের মধ্যে প্রথম হয়েছে পশ্চিমবঙ্গ।
পরিষেবা প্রদানের নিরিখে রাজ্যগুলির সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর উপর এই সমীক্ষা চালানো কয়েক মাস আগে ভিন রাজ্য থেকে বিশেষজ্ঞরা রাজ্যে এসে এরাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবার গুণমান খতিয়ে দেখেন। ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে গ্রামীণ, মহকুমা ও জেলা স্তরের হাসপাতালগুলির পরিস্থিতি খতিয়ে দেখা হয়। হাসপাতাল থেকে রোগীর শরীরে সংক্রমণ ছড়ানোর হার, প্রসূতি মৃত্যুর হা সহ বিভিন্ন মানদণ্ডের উপর এই সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষার রিপোর্টে জানানো হয়েছে মোট ১২,৮৫৯টি পরিষেবার মধ্যে ৩০৩৯টিই ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিয়োরেন্স সংশাপত্র প্রাপ্তির জন্য নির্বাচিত হয়েছে।রাজ্যের স্বা্স্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এনিয়ে বিরোধীদের কটাক্ষ করে বলেন, যারা সব সময়ে এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করেন এই সমীক্ষা তাদের মুখ বন্ধ করে দেবে।