দেশের মেডিক্যাল কলেজগুলিতে ভর্তির জন্যে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউ জির সংশোধিত চূড়ান্ত স্কোর কার্ড প্রকাশিত হয়েছে। National Testing Agency NTA এই সংশোধিত ফলাফল ঘোষণা করে জানিয়েছে, পরীক্ষার্থীরা সরকারী ওয়েবসাইট exams.nta.ac.in এবং neet.ntaonline.in মারফত তা জানতে পারবে।.
সংশোধিত তালিকায় ১৭ জন পড়ুয়া শীর্ষ স্থান দখল করেছেন।
উল্লেখ্য, গত ৫ ই মে ৫৭১ টি শহরের ৪ হাজার ৭৫০ টি কেন্দ্রে নিট পরীক্ষায় বসে ২৪ লক্ষের মতো ছাত্র ছাত্রী । ২৩ জুন ১হাজার ৫৬৩ জন পড়ুয়ার পুনরায় পরীক্ষা গ্রহণ করা হয়।
Site Admin | July 26, 2024 10:13 PM
দেশের মেডিক্যাল কলেজগুলিতে ভর্তির জন্যে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউ জির সংশোধিত চূড়ান্ত স্কোর কার্ড প্রকাশিত হয়েছে।
