মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

April 6, 2025 9:31 AM

printer

দেশের বিভিন্ন স্থানে আজ ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে রাম নবমী পালিত হচ্ছে

দেশের বিভিন্ন স্থানে আজ ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে রাম নবমী পালিত হচ্ছে। এই উৎসব ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে ভগবান রামের জন্মতিথিকে সূচিত করে। চৈত্র মাসের শুক্লা নবমী তিথিতে রাম নবমী পালিত হয়।

অযোধ্যায় আজ এই উপলক্ষে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা জড়ো হয়েছেন। রাম নবমীতে আগত ভক্তদের নির্বিঘ্নে দর্শন সম্পন্ন করাতে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র বিশেষ ব্যবস্থা করেছে। রামমন্দিরকে বিশেষ ফুল দিয়ে সাজানো হয়েছে।  শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় জানিয়েছেন রামলালাকে আজ ৫৬ ভোগ নিবেদন করা হবে। দুপুর ১২ টায় রামলালার কপালে একটি বিশেষ সূর্য তিলক আঁকা হবে। ৪ মিনিট ধরে স্থায়ী এই ঐতিহাসিক মুহূর্তটি বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচারিত হবে। ড্রোনের মাধ্যমে ভক্তদের উপর সরযূ নদীর জল ছিটানোর পাশাপাশি সন্ধ্যায় দীপোৎসবেরও আয়োজন করা হয়েছে।  গরমে ভক্তদের তৃষ্ণা মেটাতে ২৪৩টি স্থানে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। বিশাল ভিড় সামাল দিতে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করেছে। সাধারণ ভক্তদের সুবিধার্থে, সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত রাম মন্দিরের জন্য সমস্ত বিশেষ পাস বাতিল করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।