দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির দ্বিতীয় পর্বের কাজ শুরু হয়েছে। ৯টি রাজ্য এবং ৩টি কেন্দ্র শাসিত অঞ্চলে এই কাজ চলছে। প্রায় ৫১ কোটি ভোটার রয়েছেন এই ১২টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে। আন্দামান ও নিকোবরদ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ, ছত্তিশগড়, গোয়া, গুজরাত,
কেরালা, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে এই পর্বে ভোটার তালিকায় সংশোধনের কাজ চলবে। তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরালা ও পুদুচেরিতে আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে। সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি।