দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল জাতীয় রাজধানীতে গতকাল ‘অটল ক্যান্টিন’-এর উদ্বোধন করেন। সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী এটিকে শহরের অভাবী ও কর্মজীবী মানুষের জন্য একটি বড় প্রকল্প হিসেবে অভিহিত করেন। তিনি বলেন যীখানে তারা মাত্র ৫ টাকায় একবেলা খাবার খেতে পারবেন। তিনি আরো জানান যে, এ দিন ৪৫টি ক্যান্টিন চালু করা হল, এবং বাকি ৫৫টি ক্যান্টিন আগামী ১৫ দিনের মধ্যে চালু হবে।
কেন্দ্রীয় মন্ত্রী মনোহর বলেন, এই উদ্যোগ ফলে লক্ষ লক্ষ মানুষকে উপকৃত করবে। তিনি বলেন যে এই ক্যান্টিনগুলো অটল বিহারী বাজপেয়ীর সেই স্বপ্ন পূরণে সাহায্য করবে, যাতে কেউ যেন ক্ষুধার্ত অবস্থায় না থাকেন।