January 1, 2026 9:31 PM

printer

দেশের প্রথম ‘বন্দে ভারত’ স্লিপার ট্রেন শীঘ্রই গুয়াহাটি ও কলকাতার মধ্যে চলবে বলে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন

দেশের প্রথম ‘বন্দে ভারত’ স্লিপার ট্রেন, কলকাতা ও গুয়াহাটির মধ্যে  চলাচল করবে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেন উদ্বোধন করবেন। তিনি বলেন, দেশীয়ভাবে তৈরি বন্দে ভারত স্লিপার ট্রেনের চূড়ান্ত হাই-স্পিড ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৬ কোচের এই ট্রেন দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য তৈরি, যা এক হাজার থেকে দেড় হাজার কিলোমিটার পর্যন্ত চলাচল করবে। তিনি আরও জানান, ট্রেনটিতে আধুনিক সুবিধা রয়েছে—আরামদায়ক স্লিপার বার্থ, স্বয়ংক্রিয় দরজা এবং আধুনিক টয়লেট। ভাড়া নির্ধারণ করা হয়েছে—তৃতীয় এসি ২ হাজার ৩০০ টাকা খাবার সহ, দ্বিতীয় এসি ৩ হাজার টাকা এবং প্রথম এসি ৩ হাজার ৬০০ টাকা।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।