May 10, 2025 9:18 AM

printer

দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দরে অসামরিক উড়ান পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষনা করেছে

বিমান বন্দর কর্তৃপক্ষ, চলতি মাসের ১৪ তারিখ পর্যন্ত দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দরে অসামরিক উড়ান পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষনা করেছে। এই বিমানবন্দরগুলির মধ্যে রয়েছে অমৃতসর, চন্ডীগড়, জম্মু, শ্রীনগর, ভুজ, জামনগর, জয়শলমের, পাঠানকোট সহ আরো বেশ কয়েকটি। এই সময়কালে দিল্লী এবং মুম্বাইয়ের মধ্যে এয়ার ট্রাফিক সার্ভিস – এটিএসের ২৫টি সেগমেন্টও বন্ধ থাকবে। কোনো রকম সমস্যা এড়াতে বিকল্প পথে উড়ান চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।