মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 2, 2025 1:11 PM

printer

দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এরাজ্যেও জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৬-তম জন্মবার্ষিকী, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্‌যাপিত হচ্ছে

দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এরাজ্যেও জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৬-তম জন্মবার্ষিকী, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্‌যাপিত হচ্ছে। দিনটি ‘আন্তর্জাতিক অহিংসা দিবস’ হিসেবে পালিত হয়ে থাকে।

রাজ্যপাল সি ভি আনন্দ বোস আজ সকালে ব্যারাকপুর গান্ধীঘাটে প্রার্থনাসভায় যোগ দেন। গান্ধী স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। মুখ্যসচিব মনোজ পন্থ, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ কুমার দ্বীবেদি সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের রাজ্যপাল বলেন, গান্ধীজির সত্য ও অহিংসার বার্তা আজও সমাজে প্রাসঙ্গিক।

রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস কলকাতার মেয়ো রোডে মহাত্মা গান্ধীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সচিবালয় নবান্ন এবং বিধানসভা ভবনেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। বেলেঘাটার গান্ধী ভবন এবং কলকাতা পুরভবনে এই উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মহাত্মা গান্ধীর জনবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর ১২২-তম জন্মদিনে আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। গান্ধীজীর আদর্শে অনুপ্রাণিত লালবাহাদুর শাস্ত্রী দেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।