দেশব্যাপী হ্যান্ডবল খেলাকে উৎসাহিত করতে হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া – HAI-এর সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে প্রসার ভারতী। এক অনুষ্ঠানে, প্রসার ভারতী এবং হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (HAI) সমস্ত জাতীয় এবং আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতা সরাসরি সম্প্রচারের জন্য তিন বছরের একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। এই ইভেন্টগুলি ডিডি স্পোর্টস, ওয়েভস ওটিটি এবং অন্যান্য প্রসার ভারতী প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে। আনুষ্ঠানিকভাবে চুক্তিটি বিনিময় করেন প্রসার ভারতীর প্রধান কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী এবং হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার কার্যনির্বাহী পরিচালক আনন্দেশ্বর পান্ডে। অনুষ্ঠানে প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত কুমার সেহগলও উপস্থিত ছিলেন। এই চুক্তির লক্ষ্য দেশে হ্যান্ডবল খেলার প্রসার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা।
Site Admin | July 13, 2025 9:53 PM
দেশব্যাপী হ্যান্ডবল খেলাকে উৎসাহিত করতে হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া – HAI-এর সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে প্রসার ভারতী।
