দেশজুড়ে আজ শহীদ উধম সিং-এর ১২৬তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। ১৮৯৯ সালে এই দিনে অবিভক্ত ভারতের পাঞ্জাবের সুনাম গ্রামে জন্মগ্রহণ করেন স্বাধীনতা সংগ্রামী উধম সিং। জালিয়ানওয়ালাবাগ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাঞ্জাবের তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও’ডোয়ায়ারকে হত্যা করে তিনি হত্যাকাণ্ডের প্রতিশোধ নিয়েছিলেন।
উল্লেখ্য ব্রিটিশদের হেফাজতে থাকাকালীন তিনি ‘রাম মোহাম্মদ সিং আজাদ’ নামটি ব্যবহার করেছিলেন, যা ভারতের তিনটি প্রধান ধর্ম এবং ব্রিটিশদের উপনিবেশবিরোধী মনোভাবের প্রতিনিধিত্ব করে। তিনি গদর পার্টি এবং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন (HSRA) এর একজন সক্রিয় সদস্য ছিলেন।