দেশজুড়ে শিক্ষার প্রসারে এখনো সরকারি স্কুলগুলি মুখ্য ভূমিকা পালন করে চলেছে। মোট পড়ুয়ার প্রায় ৫৬ শতাংশই সরকারি স্কুলের ওপর ভরসা রাখছে বলে পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের এক সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে। গ্রামীণ এলাকায় এই সংখ্যা আরও বেশি—প্রায় ৬৬ শতাংশ। তবে শহরাঞ্চলে এই হার অনেকটাই কম, যা ৩০ শতাংশের কাছাকাছি বলে কম্প্রিহেনসিভ মডুলার সার্ভে: এডুকেশন, ২০২৫ শীর্ষক ওই সমীক্ষায় উঠে এসেছে। বেসরকারি অনুদান বিহীন স্বীকৃত স্কুলগুলিতে জাতীয় স্তরে ভর্তির হার প্রায় ৩২ শতাংশ। মূলত পড়াশোনার খরচে বিপুল পার্থক্যের কারণেই বহু পড়ুয়া ও তাদের পরিবার সরকারি স্কুলকে বেছে নিচ্ছে বলেও সমীক্ষায় উঠে এসেছে। সমীক্ষা অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষে এক একজন ছাত্রছাত্রীর পিছনে পরিবারের গড় খরচ প্রায় ২ হাজার ৮৬৩ টাকা। অন্যদিকে, বেসরকারি স্কুলে পড়ুয়া প্রতি গড় খরচ দাঁড়াচ্ছে ২৫ হাজার টাকারও বেশি।
পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক জানিয়েছে, এই সমীক্ষার মূল উদ্দেশ্য হল চলতি শিক্ষাবর্ষে স্কুল শিক্ষা ও প্রাইভেট কোচিংয়ের উপর পরিবারের গড় ব্যয়ের জাতীয় স্তরের হিসাব তৈরি করা।