দূষন কমাতে জাতীয় রাজধানী এলাকা সহ সংলগ্ন এলাকার বাতাসের গুনমান ব্যবস্থাপনা সংক্রান্ত কমিশন CAQM, নতুন দিল্লীর তিনশো কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা ৬ টি তাপবিদ্যুত কেন্দ্রকে শোকজ নোটিশ জারি করেছে। তাপবিদ্যুত কেন্দ্রগুলিতে শষ্যের উদ্বৃত্ত ব্যবহারের বিষয়ে পরিবেশ নীতি ২০২৩ এর অধীনে জৈব জ্বালানী নিয়ম লঙ্ঘন করায় এই নোটিস দেওয়া হয়েছে। আকাশবানীর সংবাদদাতা জানিয়েছেন, গত অর্থ বছরেও এই প্লান্টগুলি নিয়মের বিরুদ্ধাচারণ করেছিল। ৬ টি তাপবিদ্যুত কেন্দ্রের জন্য ৬১ কোটি টাকার বেশী পরিবেশগত ক্ষতিপূরণ প্রস্তাব করা হয়েছে। ১৫ দিনের মধ্যে তাদের জবাব দিতে হবে। তা না হলে করা ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারী দেওয়া হয়েছে।
Site Admin | December 24, 2025 11:27 AM
দূষন কমাতে জাতীয় রাজধানী এলাকা সহ সংলগ্ন এলাকার বাতাসের গুনমান ব্যবস্থাপনা সংক্রান্ত কমিশন CAQM, নতুন দিল্লীর তিনশো কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা ৬ টি তাপবিদ্যুত কেন্দ্রকে শোকজ নোটিশ জারী করেছে।