মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 12, 2025 1:08 PM

printer

দু বারের অলিম্পিয়ান সুমিত নাগাল ডেভিস কাপ টেনিসে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন।

দু বারের অলিম্পিয়ান সুমিত নাগাল ডেভিস কাপ টেনিসে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। সুইজারল্যান্ডের বিয়েল-এ সুইস টেনিস আরেনায় আজ এই টাই এর সূচনা হচ্ছে। নাগাল ছাড়াও ভারতীয় দলে রয়েছেন আরিয়ান শাহ, দক্ষিনেশ্বর সুরেশ। অন্যদিকে ডাবলসে কোর্টে নামবেন এন শ্রীরাম বালাজি এবং ঋত্বিক চৌধুরী বোল্লিপাল্লি জুটি। নন –প্লেয়িং ক্যাপ্টেন হিসাবে রয়েছেন রোহিত রাজপাল। ভারত-সুইজারল্যান্ড টাই এর জয়ী দল ২০২৬ এর কোয়ালিফায়ার পর্বের প্রথম রাউন্ডে উঠবে।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।