দুবারের অলিম্পিক পদক জয়ী এবং ভারতীয় পুরুষ হকি দলের ভাইস ক্যাপ্টেন হার্দিক সিং, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মানের জন্য মনোনীত হয়েছেন। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন-আইওএ-র সহ সভাপতি গগন নারঙ্গ, প্রাক্তন হকি খেলোয়াড় এমএম সোমায়া এবং প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় অপর্ণা পোপাতকে নিয়ে গঠিত প্যানেল, ২০২৫ এর জাতীয় ক্রীড়া পুরস্কার-এর জন্য প্রাপকদের নাম মনোনীত করেছেন।
এছাড়াও অর্জুন পুরস্কারের জন্য ২৪ জনের নাম সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রাইফেল শুটার মেহুলি ঘোষ, জিমনাস্ট প্রণতি নায়েক এবং ব্যাডমিন্টন তারকা তৃষা জলি এবং গায়ত্রি গোপীচাঁদও রয়েছেন।