দুবারের অলিম্পিক পদকজয়ী মনু ভাকের কাজখস্হানে ষড়োশ বিশ্ব শ্যুটিং প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্চ পদক জিতেছেন। তিনি আজ ২১৯ দশমিক সাত স্কোর করে তৃতীয়স্হান লাভ করেন। সোনা পেয়েছেন, কোরিয়ার জিন ইয়াং সোনা এবং চীনের হিংয়াং মা রূপো জিতেছেন। এই ইভেন্টে ভারত দলগত বিভাগেও ব্রোঞ্চ পেয়েছে। ওই দলে মনু ভাকের ছাড়াও ছিলেন সুরুচি সিং ও পালক গুলিয়া। চীন সোনা এবং কোরিয়া প্রজাতন্ত্র দলগত বিভাগে রূপো জিতেছেন।
উল্লেখ্য, ২৮-টি দেশের ৭৩৪ জন শ্যুটার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এদের মধ্যে আছেন ভারতের ১৬৪ জন।