মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 19, 2025 4:14 PM

printer

দুবারের অলিম্পিক পদকজয়ী মনু ভাকের কাজখস্হানে ষড়োশ বিশ্ব শ্যুটিং প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্চ পদক জিতেছেন।

দুবারের অলিম্পিক পদকজয়ী মনু ভাকের কাজখস্হানে ষড়োশ বিশ্ব শ্যুটিং প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্চ পদক জিতেছেন। তিনি আজ ২১৯ দশমিক সাত স্কোর করে তৃতীয়স্হান লাভ করেন। সোনা পেয়েছেন, কোরিয়ার জিন ইয়াং সোনা এবং চীনের হিংয়াং মা রূপো জিতেছেন। এই ইভেন্টে ভারত দলগত বিভাগেও ব্রোঞ্চ পেয়েছে। ওই দলে মনু ভাকের ছাড়াও ছিলেন সুরুচি সিং ও পালক গুলিয়া। চীন সোনা এবং কোরিয়া প্রজাতন্ত্র দলগত বিভাগে রূপো জিতেছেন।

 উল্লেখ্য, ২৮-টি দেশের ৭৩৪ জন শ্যুটার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এদের মধ্যে আছেন ভারতের ১৬৪ জন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।