দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচে ভারত পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে। ভারত টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায়। পাকিস্তান ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান তোলে। সাহিবজাদা ফারহান ৫৮ রান করেন। ভারতের শিবম দুবে দুটি উইকেট নেন। ১৭২ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ভারত ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। অভিষেক শর্মা ৭৪ রান করে ম্যাচের সেরা হয়েছেন। শুভমন গিল ৪৭ রান করেছেন। পাকিস্তানের হরিশ রউফ দুই উইকেট নিয়েছেন। ভারত আগামী বুধবার সুপার ফোর পর্বে পরবর্তী ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে।
Site Admin | September 22, 2025 8:29 AM
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচে ভারত পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে।
