দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতুম, ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে যৌথভাবে আই আই এম আহমেদাবাদের দুবাই ক্যাম্পাসের উদ্বোধন করেছেন। এই প্রথম কোনও আই আই এম-এর আন্তর্জাতিক শাখা খোলা হল। যুবরাজ শেখ হামদান এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, সংযুক্ত আরব আমিরশাহী ও ভারতের গভীরতর সহযোগিতার প্রতীক হিসেবে আই আই এম আহমেদাবাদের দুবাই শাখা কাজ করে যাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, এই ঘটনা ভারতের শিক্ষার বিশ্বায়নের এক মাইলফলক হয়ে থাকবে। অনুষ্ঠানে, ভারতের রাষ্ট্রদূত সুঞ্জয় সুধীর সহ দু’দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Site Admin | September 11, 2025 9:33 PM
দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতুম, ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে যৌথভাবে আই আই এম আহমেদাবাদের দুবাই ক্যাম্পাসের উদ্বোধন করেছেন।
