December 14, 2025 10:01 PM

printer

দুবাইতে আজ অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ক্রিকেটের ম্যাচে ভারত ৯০ রানে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে।

দুবাইতে আজ অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ক্রিকেটের ম্যাচে ভারত ৯০ রানে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। পাকিস্তান টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। বৃষ্টির কারণে ম্যাচ নির্ধারিত সময়ের পর শুরু হয়  ৪৯ ওভারের করা হয়। ভারত ৪৬ ওভার  বলে ২৪০ রানে অলআউট হয়ে যায়। অ্যারন জর্জ ৮৫কণিষ্ক চৌহান ৪৬ অধিনায়ক আয়ূষ মাত্রে ৩৮ রান করেন।পাকিস্তানের মহম্মদ সায়াম আব্দুল সুভান তিনটি করে উইকেট নিয়েছেন।জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪১ ওভার  বলে ১৫০ রানে অলআউট হয়ে যায়। হুজাইফা আহসান ৭০অধিনায়ক ফারহান ইউসাফ ২৩ রান করে। ভারতের দীপেশ দেবেন্দ্রনকণিষ্ক চৌহান তিনটি করে উইকেট নিয়েছেন। কণিষ্ক ম্যাচের সেরা হয়েছেন। ভারত মঙ্গলবার পরবর্তী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।