মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

January 20, 2025 1:17 PM

printer

দুদেশের মধ্যে শক্তি ক্ষেত্রে সহায়তা আরও জোরদার করতে ভারত ও শ্রীলঙ্কা সামপুর সৌরবিদ্যুত্ প্লান্ট থেকে উত্পাদিত শক্তি প্রতি ইউনিটের মূল্য চূড়ান্ত করেছে।

দুদেশের মধ্যে শক্তি ক্ষেত্রে সহায়তা আরও জোরদার করতে ভারত ও শ্রীলঙ্কা সামপুর সৌরবিদ্যুত্ প্লান্ট থেকে উত্পাদিত শক্তি প্রতি ইউনিটের মূল্য চূড়ান্ত করেছে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে গতকাল এক বৈঠকে জানান, জাতীয় তাপবিদ্যুত্ নিগম এবং সিলন বিদ্যুত্ পর্ষদ সম্প্রতি যৌথভাবে প্রতি কিলো ওয়াট–আওয়ারের মূল্য পাঁচ দশমিক ৯/৭ মার্কিন সেন্ট হবে বলে স্থির করেছে। দ্বিপাক্ষিক শক্তি সহায়তায় ১৩৫ মেগাওয়াটের এই প্রকল্প ভারতের সহায়তায় গড়ে তোলা হচ্ছে, যা শ্রীলঙ্কায় সুসংহত শক্তি আরও জোরদার করতে অন্যতম কেন্দ্র হয়ে উঠবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।