গত দুদিনে মুর্শিদাবাদের ভগবানগোলা ও রঘুনাথগঞ্জে পৃথক দুটি ঘটনায় চার বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ তাদের আশ্রয়দাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ভগবানগোলা থানার চর বালিপাড়া মোড়ে সন্দেহভাজন দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের পরিচয় প্রকাশ পায়। এরপরেই পুলিশ বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা হামিদ আলি ও গোদাগাড়ির বাসিন্দা মোশারফ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। দুই অনুপ্রবেশকারীকে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় ভগবানগোলা থানার কালিনগরের বাসিন্দা রাজ্জাক শেখকেও। অন্যদিকে রঘুনাথগঞ্জের তেঘরি থেকেও মঙ্গলবার রাতে পুলিশ ২ বাংলাদেশী নাগরিককে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করে। কায়ুম রেজা ও জহির শেখ নামের ধৃত দু’জনেরই বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জে।
Site Admin | June 26, 2025 12:09 PM
দুদিনে মুর্শিদাবাদের ভগবানগোলা ও রঘুনাথগঞ্জে পৃথক দুটি ঘটনায় চার বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ তাদের আশ্রয়দাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।