মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

January 27, 2025 11:32 AM

printer

দুটি পৃথক ঘটনায় কমপক্ষে ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীকে শ্রীলংকার নৌবাহিনী গ্রেপ্তার করেছে।

দুটি পৃথক ঘটনায় কমপক্ষে ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীকে শ্রীলংকার নৌবাহিনী গ্রেপ্তার করেছে। বেআইনিভাবে মাছ ধরার জন্য তারা তিনটি ট্রলার আটক করেছে। ২৫ এবং ছাব্বিশে জানুয়ারি এই মৎস্যজীবীদের ধরা হয় বলে জানা গেছে। রামানাথাপুরম ফিশারিজ ডিপার্টমেন্ট জানিয়েছে, শ্রীলংকার নৌ বাহিনীআন্তর্জাতিক সমুদ্র সীমা লঙ্ঘনের দায়ে তিনটি মাছ ধরার ট্রলারকে আটক করেছে। এর আগে ভারতীয় হাই কমিশন জানিয়েছিল, শ্রীলংকার জলসীমায় চোরাশিকারের জন্য যে ৪১ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হয়েছিলতাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সংগঠনের পক্ষ থেকে এই গ্রেপ্তারের নিন্দা জানানো হয় এবং কোন বড় জরিমানা ছাড়া তাদের অবিলম্বে মুক্তির দাবিতে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে।