November 2, 2024 10:03 AM

printer

দীর্ঘ ৬০ বছর পর ক্ষমতাচ্যুত হল বৎসোয়ানা ডেমোক্র্যাটিক পার্টি।

দীর্ঘ ৬০ বছর পর ক্ষমতাচ্যুত হল বৎসোয়ানা ডেমোক্র্যাটিক পার্টি।আমব্রেলা ফর ডেমোক্রেটিক চেঞ্জ–UDC-র প্রার্থী ডুমো গিডিয়ন বোকো বৎসোয়ানার ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে শুক্রবার দায়িত্বভার গ্রহণ করলেন।
সেদেশের প্রধান বিচারপতি টেরেন্স রানোওয়ানের অফিসে ৫৪ বছর বয়সী, মানবাধিকার আইনজীবী ডুমো বোকো শপথ গ্রহণ করেন।
দায়িত্ব নেবার পর প্রথম জনসভায় তিনি দেশবাসীকে তার প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান। নিষ্ঠার সঙ্গে তার কাজ করবেন বলে ডুমো বোকো প্রতিশ্রুতি দেন।
সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।