মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 20, 2025 9:44 PM

printer

দীর্ঘ্য রোগভোগের পর হিন্দি চলচ্চিত্র জগতের প্রবীণ অভিনেতা গোবর্ধন আসরানি প্রয়াত হয়েছেন।

দীর্ঘ্য রোগভোগের পর হিন্দি চলচ্চিত্র জগতের প্রবীণ অভিনেতা গোবর্ধন আসরানি প্রয়াত হয়েছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।  তিনি চলচ্চিত্র মহলে আসরানি নামে পরিচিত ছিলেন। শোলে ছবিতে আসরানি  জেলারের ভূমিকায় বিশেষ খ্যাতি লাভ করেন।  

এছাড়াও চুপকে চুপকে, ভুলভুলাইয়া , ধামাল, বান্টি অর বাবলি টু  তে তাঁর চমকপ্রদ অভিনয় সকলের নজর কাড়ে। তার পাঁচ দশকের হিন্দি চলচ্চিত্র জগতে কৌতুক অভিনেতা হিসাবেই তাঁর সমাদর ছিল বেশি।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।