দীর্ঘদিনের বকেয়া পাওনা টাকা না মেলায় দক্ষিণ ২৪ পরগনা জেলা জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের ঠিকাদাররা আজ আলিপুরে নির্বাহী বাস্তুকার অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছে।
জেলা PHE কনট্রাক্টর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জীবন মিশন, গঙ্গাসাগর মেলা সহ একাধিক সরকারি প্রকল্পে তারা কাজ করলেও ২০২৪-এর আগস্ট থেকে ৬ হাজার কোটিরও বেশি বকেয়া রয়েছে তাদের। ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। ঋণের ভারে জর্জরিত, কয়েকজন ঠিকাদার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। দাবি আদায় না হলে দুর্গাপুজোর পর বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।