দীপাবলি এবং ছট উৎসব উদযাপন সেরে যাত্রীদের ফেরার সুবিধার্থে রেলমন্ত্রক ছয় হাজারেরও বেশি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে। আজ থেকে শুরু করে আগামী দুদিন এই ট্রেনগুলি চালাবে রেলমন্ত্রক। উৎসবের ভিড়ের পরিপ্রেক্ষিতে আজ ৯০০ টিরও বেশি বিশেষ ট্রেন চলছে। ছট উৎসবের সময় সুষ্ঠুভাবে যাতায়াত নিশ্চিত করার জন্য বিহারের প্রায় ত্রিশটি স্টেশনে অতিরিক্ত টিকিট কাউন্টার, সিসিটিভি নজরদারি বাড়ানো এবং অন্যান্য যাত্রীবান্ধব ব্যবস্থা রয়েছে বলে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। পাটনা, মুজাফফরপুর, দ্বারভাঙ্গা এবং গয়াতে, জরুরি স্বাস্থ্য পরিষেবা দিতে মেডিকেল বুথ স্থাপন করা হয়েছে। যাত্রীদের আগমন নিয়ন্ত্রণ করতে এবং ট্রেন ছাড়ার আগে অপেক্ষারত যাত্রীদের বসার জন্য স্টেশনগুলিতে সুনির্দিষ্ট এলাকা চিন্হিত করা হয়েছে।
যাত্রীদের ভ্রমণ আরও সুবিধাজনক করে তোলার জন্য স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন, যাত্রী সংরক্ষণ কাউন্টার এবং মোবাইলে অসংরক্ষিত টিকিট কাটার ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার জন্য, সহায়তা বুথ এবং এবং পর্যাপ্ত সংখ্যক রেলওয়ে সুরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে।