দীপাবলি উৎসবের পর আজ পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অংশে ভাতৃ দ্বিতীয়া উৎসব পালিত হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে এটি বিভিন্ন নামে পরিচিত- ভাই ফোঁটা, ভৌবীজ, ভাই টিকা বা যম দ্বিতীয়া প্রভৃতি। ভাইয়ের মঙ্গল কামনায় বোনেরা ব্রত পালন কপালে মঙ্গল তিলক দিয়ে থাকেন। এটি চিরন্তন স্নেহ, সুরক্ষা এবং আশীর্বাদের প্রতীক।
Site Admin | October 23, 2025 8:06 AM
দীপাবলি উৎসবের পর আজ পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অংশে ভাতৃ দ্বিতীয়া উৎসব পালিত হচ্ছে।
