দীপাবলি উদযাপনের অঙ্গ হিসেবে শেয়ার বাজারে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ- এন এস ই এবং বম্বে স্টক এক্সচেঞ্জ- বি এস ই, আজ বিশেষ ‘মুহরত ট্রেডিং’- এর আয়োজন করছে। দুপুর ১টা ৪৫ থেকে ২টো ৪৫ এর মধ্যে বিশেষ এই পর্ব চলবে। নতুন হিন্দু আর্থিক বছর- বিক্রম সম্ভাত ২ হাজার ৮২ সূচনার উদযাপনেও শেয়ার বাজারে এই বাণিজ্যিক কর্মসূচী আয়োজন করা হয়। মুহরত শব্দের অর্থ হল শুভ সময়, বিশেষ এই মুহূর্তে শেয়ার কেনা বেচা শুভ এবং তা সমৃদ্ধি ও সৌভাগ্য বয়ে আনে বলে মনে করা হয়।
উল্লেখ্য, গতকাল জাতীয় শেয়ার সূচক নিফটি এবং বম্বে স্টক এক্সচেঞ্জ সেনসেক্স দুটিই ছিল উদ্ধর্মুখী।