দীপাবলির প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি মুর্মু বলেন, দীপাবলি দেশের অন্যতম জনপ্রিয় উৎসব যা অন্ধকারের বিরুদ্ধে আলোর, অজ্ঞানতার বিরুদ্ধে জ্ঞানের এবং অশুভের বিরুদ্ধে শুভ-র জয়কে সূচিত করে। তিনি দেশবাসীকে নিরাপদে দায়িত্ববোধের সঙ্গে পরিবেশবান্ধব উপায়ে দীপাবলি উদযাপন করার অনুরোধ করেছেন।
উপ রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ তাঁর বার্তায় দেবী লক্ষীর কাছে সকলের শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের কামনা করেছেন।
Site Admin | October 19, 2025 11:27 PM
দীপাবলির প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।