December 20, 2025 10:26 PM

printer

দিল্লী সহ জাতীয় রাজধানী অঞ্চলে ঘন কুয়াশার কারণে আজ বিমান ও ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে।

দিল্লী সহ জাতীয় রাজধানী অঞ্চলে ঘন কুয়াশার কারণে আজ বিমান ও ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। দিল্লী বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কম দৃশ্যমানতার কারণে প্রায় ১৩৮টি উড়ান বাতিল হয়েছে। অন্যদিকে ভারতীয় রেলের দিল্লী বিভাগ জানিয়েছে, আজ দিল্লীমুখী বেশ কয়েকটি ট্রেনের চলাচলও ব্যাহত হয়েছে। দুই ঘণ্টার বেশি দেরিতে চলেছে ৩৭টি ট্রেন। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল সকালে কয়েকটি স্থানে ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা দিতে পারে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।