December 31, 2025 11:50 AM

printer

দিল্লী সরকার দিল্লী জন বিশ্বাস সংশোধন বিল ২০২৬ এর অনুমোদন করেছে

দিল্লী সরকার দিল্লী জন বিশ্বাস সংশোধন বিল ২০২৬ এর অনুমোদন করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, এই বিলের লক্ষ্য, ছোট খাটো আইন লঙ্ঘনগুলোকে অপরাধের আয়তা থেকে সরিয়ে আইনি প্রক্রিয়ার সরলীকরণ। এই বিল আইনে পরিণত হলে আদালতে মামলার সংখ্যা কমিয়ে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করা সম্ভব হবে। আগামী মাসের পাঁচ তারিখ থেকে শুরু হওয়া দিল্লী বিধানসভার আসন্ন শীতকালীন অধিবেশনে এই বিলটি পাস হবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, এই বিলটি কার্যকর হওয়ার পর প্রতি তিন বছর অন্তর জরিমানার পরিমাণ ১০ শতাংশ বৃদ্ধি করবে।