দিল্লী বিস্ফোরণ মামলার প্রধান সন্দেহভাজনের সঙ্গে জড়িত সন্দেহে ফরিদাবাদ পুলিশ আজ একটি লাল ইকোস্পোর্ট গাড়ি বাজেয়াপ্ত করেছে। খান্ডাওয়ালি গ্রামের কাছে গাড়িটি পার্ক করা ছিল। গাড়িটি পাওয়ার পর, পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। আগের দিন, দিল্লি পুলিশ দিল্লির সমস্ত থানা, পুলিশ পোস্ট এবং সীমান্ত চেকপয়েন্টের পাশাপাশি হরিয়ানা ও উত্তরপ্রদেশ পুলিশকে এই ইকোস্পোর্ট গাড়িটি খুঁজে বের করার ব্যাপারে সতর্ক করেছিল।
Site Admin | November 12, 2025 9:08 PM
দিল্লী বিস্ফোরণ মামলার প্রধান সন্দেহভাজনের সঙ্গে জড়িত সন্দেহে ফরিদাবাদ পুলিশ আজ একটি লাল ইকোস্পোর্ট গাড়ি বাজেয়াপ্ত করেছে।