মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

February 25, 2025 7:21 PM

printer

দিল্লী বিধানসভার অধিবেশনে উপরাজ্যপাল ভি কে সাক্সেনার ভাষণের সময়, শ্লোগান তোলার জন্য বিরোধী দলনেত্রী আতিশী ও প্রবীণ বিধায়ক গোপাল রাই সহ আম আদমী পার্টির ২১ জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে।

দিল্লী বিধানসভার অধিবেশনে উপরাজ্যপাল ভি কে সাক্সেনার ভাষণের সময়, শ্লোগান তোলার জন্য বিরোধী দলনেত্রী আতিশী ও প্রবীণ বিধায়ক গোপাল রাই সহ আম আদমী পার্টির ২১ জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। অধিবেশনে আপ নেত্রী আতিশী অভিযোগ করেন, দিল্লীর বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার  অফিস থেকে বি আর আম্বেদকর ও ভগৎ সিং-এর ছবি সরিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি লাগিয়েছে। বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। অধ্যক্ষ বিজেন্দর গুপ্তা বারবার বিরোধীদের শান্ত থাকার কথা বললেও,  আপের  বিধায়করা শ্লোগান চালিয়ে যান। এরপরই তিনি আপের সমস্ত বিধায়ককে মার্শাল দিয়ে বের করে দেওয়ার নির্দেশ দেন। পরে, উপরাজ্যপাল শ্রী সাক্সেনা, দিল্লীর উন্নয়নের রূপরেখা পেশ করেন।

অধিবেশনের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সাবেক সরকারের কাজকর্ম বিষয়ে #CAG-র রিপোর্ট পেশ করেন। আপ বিধায়করা বিধানসভার সামনে বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে ধর্নায় বসেন।