মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 16, 2024 12:23 PM

printer

দিল্লী এবং জাতীয় রাজধানী অঞ্চলে আজ সকালে বাতাসের গুণগত মানের সূচক অত্যন্ত খারাপ হিসাবে ৪০৪ পয়েন্টে রেকর্ড করা হয়েছে।

দিল্লী এবং জাতীয় রাজধানী অঞ্চলে আজ সকালে বাতাসের গুণগত মানের সূচক অত্যন্ত খারাপ হিসাবে ৪০৪ পয়েন্টে রেকর্ড করা হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে জানানো হয়েছে, বাওয়ানা স্টেশনে সবচেয়ে বেশি খারাপ অবস্থা। এরপরেই রয়েছে আনন্দ বিহার, আলিপুর, অশোক বিহার, রোহিনী এবং পাঞ্জাবিবাগ। আগামী ২ দিন দিল্লী সহ সমগ্র অঞ্চলে সকাল ও রাতের দিকে ধোয়াশা এবং হাল্কা কুয়াশা থাকবে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে।
এদিকে পাকিস্তানে ধোঁয়াশা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় পাঞ্জাব সরকার মুলতান এবং লাহোরে আগামী সপ্তাহে তিনদিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে।
গত এক মাসে পাঞ্জাব প্রদেশে কমপক্ষে ২০ লক্ষ মানুষ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন।
অক্টোবর মাসেই পাঞ্জাব প্রদেশে ৫ হাজারের বেশি মানুষের স্ট্রোক হয়েছে।