August 9, 2024 2:38 PM

printer

দিল্লী আবগারি নীতি কেলেঙ্কারি মামলায়, সুপ্রিম কোর্ট দিল্লীর প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, আম আদমি পার্টির নেতা মনীশ শিশোদিয়া-কে আজ জামিন দিয়েছে।

দিল্লী আবগারি নীতি কেলেঙ্কারি মামলায়, সুপ্রিম কোর্ট দিল্লীর প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, আম আদমি পার্টির নেতা মনীশ শিশোদিয়া-কে আজ জামিন দিয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে যে, দীর্ঘ ১৭ মাস ধরে শিশোদিয়াকে হেফাজতে রাখা হলেও তার বিচার শুরু হয়নি যা তার দ্রুত বিচার পাওয়ার অধিকারকে লঙ্ঘন করছে। ইডি এবং সিবিআই দুই মামলাতেই জামিন পেলেন শিশোদিয়া।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।