October 23, 2025 10:48 AM

printer

দিল্লীর রোহিণীর বাহাদুর শাহ্‌ মার্গে আজ ভোরে রোহিণী এলাকায় দিল্লী পুলিশের অপরাধদমন শাখা এবং বিহার পুলিশের যৌথ দলের সঙ্গে সংঘর্ষে বিহারের চারজন  অপরাধীর মৃত্যু হয়েছে।

দিল্লীর রোহিণীর বাহাদুর শাহ্‌ মার্গে আজ ভোরে রোহিণী এলাকায় দিল্লী পুলিশের অপরাধদমন শাখা এবং বিহার পুলিশের যৌথ দলের সঙ্গে সংঘর্ষে বিহারের চারজন  অপরাধীর মৃত্যু হয়েছে। বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ রঞ্জন পাঠক, বিমলেশ মাহাত, মনীশ পাঠক এবং আমান ঠাকুরকে, রোহিণীর ডক্টর বাবা সাহেব আম্বেদকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।