দিল্লীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন। যমুনা সাফাই অভিযান এবং আসন্ন ছট পুজোর প্রস্তুতি সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের ব্যাপারে শ্রীমতি গুপ্তা, শ্রী মোদীকে অবহিত করেন। তিনি বলেন, নিকাশি ব্যবস্থার উন্নয়ন, যমুনা নদীকে আধুনিক বর্জ্য জল ব্যবস্থাপনা গ্রহণ সহ নানা উদ্যোগ গ্রহণের মাধ্যমে দিল্লী সরকার,যমুনা নদীকে স্বচ্ছ ও পদূষন্মুক্ত করতে বদ্ধ পরিকর। নদীর পারে সবুজায়নের পাশাপাশি অবৈধ ভাবে নদীতে বর্জ্য ফেলা বন্ধ করএ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আগামী ২৫ থেকে ২৮ অক্টোবর ছট পুজোয় ভক্তরা যাতে সুসংহত উপায়ে পুজার্চনা করতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে বলে দিল্লীর মুখ্যমন্ত্রী জানান। তিনি বলেন, যমুনা নদীর দুই পারে বিশেষ ঘাট তৈরী করা হচ্ছে। সেখানে পর্যাপ্ত আলো, পানীয় জল, শৌচাগার, চিকিৎসা ব্যবস্থা এবং সুষ্ঠু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।